Ad

IELTS

কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডসহ অন্যান্য দেশে এডুকেশন ভিসা/ইমিগ্রেশনের জন্য যার দরকার হয় তা হল IELTS:
সবচেয়ে বেশি যে প্রশ্নটা কানাডা/ অস্ট্রেলিয়া ইমিগ্রেশন প্রত্যাশীদের আসে তা হল ইমিগ্রেশনের জন্য আমার IELTS লাগবে কি না? যদি লাগে, তবে কত স্কোর লাগবে? IELTS ছাড়া অ্যাপ্লাই করা যাবে কি না? ইংলিশ মিডিয়ামে পড়াশুনা করলে তাদের জন্য IELTS লাগবে কি না? ইত্যাদি। এসব প্রশ্নের উত্তর আপনি যাতে খুব সহজে পেয়ে যান, সেজন্যই আমরা এই পেজে সব কিছু বিস্তারিত ভাবে বলছি। আমরা আশা করি এই পেজের লেখাগুলো সময় নিয়ে পড়লে IELTS সম্পর্কে আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনার আরো প্রশ্ন থাকলে আমাদের সাথে নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন আমাদের  Facebook পেজের মাধ্যমে। 
IELTS !
IELTS এর পূর্ণরূপ হল International English Language Testing System।
IELTS মূলত ইংরেজিতে আপনি কতটা দক্ষ আছে তা যাচাই করার মাধ্যম মাত্র। যেখানে একাডেমিক IELTS দরকার হয় এডুকেশন ভিসা/ স্টুডেন্ট ভিসার জন্য এবং জেনারেল ট্রেইনি (GT) IELTS দরকার হয় ইমিগ্রেশন ভিসার জন্য। আর এই দুইটি পরীক্ষারই আলাদা আলাদা চারটি সেকশন থাকে- 1) Reading 2) Listening 3) Speaking 4) Writing, এই প্রতিটি সেকশনকে একেকটি মডিওল বলা হয় আর রেজাল্ট এর ক্ষেত্রে ব্যান্ড (Band) বলা হয়। প্রতি ব্যান্ডের আলাদা আলাদা সর্বোচ্চ স্কোর হল ৯ এবং IELTS এর টোটাল স্কোর চারটা মডিওল এর গড় 9.0 এর মধ্যে থেকে হয়ে থাকে। যেমনঃ একজন ব্যক্তি IELTS এক্সাম দিয়ে  - Reading ৭.0, Writing ৬.৫, Speaking ৬.০, Listening ৭.০ পেল  তাহলে এই চারটি স্কোর গড় করে তার ওভারল স্কোর হবে ৬.৫। তবে কানাডার ক্ষেত্রে এই রেসাল্ট ওদের নিজস্ব সিস্টেম এ করা হয়ে থাকে যাকে বলা হয় CLB (Canadian Language Benchmarks)। CLB তে কি ভাবে এই IELTSএর রেসাল্ট কনভার্ট করতে হয় তা পরে দেখান হবে।



বাংলাদেশে IELTS এর আথরিটি হোল British Council এবং IDP Australia এর তত্ত্বাবধানে IELTS এর সব ধরনের এক্সাম বাংলাদেশে অনুষ্ঠিত হয়British Council এর ওয়েব সাইট প্রতি চার মাসের অ্যাডভাঞ্চ এক্সাম সিডিউল দেওয়া থাকে।  আপনি আপনার সুবিধামত দিন বেছে নিতে পারেন। ২০১৮ সালের জানুয়ারিতে থেকে IELTS পরীক্ষার রেজিস্ট্রেশান ফি ১৬,৫০০ টাকা করে নিচ্ছে এবং এটি প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে ডলার রেট বৃদ্ধির সাথে সাথে। পরবর্তী চার মাসের সিডিউল বা যে কোন সময় এক্সাম দেওয়ার জন্য পরীক্ষার রেজিস্ট্রেশান করতে ক্লিক
কেন ইমিগ্রেশনের জন্য IELTS  লাগবে?
কানাডা/ অস্ট্রেলিয়া যেহেতু মূলত ইংরেজি ভাষাভাষী দেশ, এবং ইমিগ্রেশনের পর আপনি এখানে স্থায়ী ভাবে পরিবার ও সন্তানসহ বসবাস করতে যাচ্ছেন, চাকরি, ব্যবসা, পড়াশুনা, চলাফেরা সহ প্রতিটি ক্ষেত্রেই আপনাকে ইংরেজিতে কথা বলতে ও লিখতে জানতে হবে। আপনার যদি ইংরেজি একেবারেই জানা না থাকে, তাহলে আপনি বেশ সমস্যাতে পড়বেন নিজেই। এ কারণেই ইমিগ্রেশন কর্তৃপক্ষ আগে থেকেই আপনার ইংরেজিতে দক্ষতা যাচাই করে নিতে চায়, সেজন্যই IELTS পরীক্ষা প্রয়োজন হয়।
অনেকেই আবার মনে করে থাকেন যে, আমি তো ইংরেজি মাধ্যম স্কুল/ কলেজ/ ইউনিভার্সিটি পর্যায়ে পড়াশুনা করেছি, অথবা এখন এমন কোথাও চাকরি করছি, যেখানে সারাদিনই ইংরেজিতে কথা বলতে ও লিখতে হয়। আবার অনেকে বিদেশে পড়াশুনা করেছেন, সেক্ষেত্রে IELTS লাগবে কি না। মনে রাখবেন যে, ইমিগ্রেশনের আবেদনের ক্ষেত্রে প্রত্যেককেই IELTS পরীক্ষা দিতে হবে, এতে কোনো ব্যতিক্রম নেই।
IELTS কখন দিতে হবে? কতদিন মেয়াদ থাকবে?
ইমিগ্রেশনের অ্যাপ্লিকেশানের শুরুতে আপনাকে IELTS পরীক্ষা দিতে হবেএকবার IELTS পরীক্ষা দিলে এর মেয়াদ থাকবে ২ বছর। তবে আপনি যখন ইমিগ্রেশনের জন্য চূড়ান্ত ভাবে অ্যাপ্লাই করবেন, তার ১.৫ বছর আগের সময়ের মধ্যে যদি আপনার IELTS পরীক্ষা দেয়া থাকে, তাহলে সেটা দিয়েই আপনি অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ অ্যাপ্লাইয়ের সময় অন্তত ৬ মাস মেয়াদ থাকা লাগবে। তবে একবার ফাইনাল অ্যাপ্লিকেশান সাবমিট করার পরে আপনার IELTS এর মেয়াদ শেষ হয়ে গেলে সাধারনত আপনাকে আর IELTS পরীক্ষা দিতে হবে না। অনেক সময় ইমিগ্রেশন কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে আবার স্কোর চাইতে পারে, সেটা ব্যতিক্রম।
IELTS এ মিনিমাম কত স্কোর পাওয়া লাগবে? Spouse এর IELTS লাগবে কি না?
এটা সম্ববত আপনার পুরো IELTS প্রস্তুতির এবং ইমিগ্রেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। IELTS Score requirement নির্ভর করে আপনার সম্পূর্ণ প্রফাইলের উপর এবং আপনি কোন্‌ প্রোগ্রামে (Federal/ PNP) অ্যাপ্লাই করবেন তার উপর। সাধারনত প্রতিটি ব্যান্ডে 6.0 করে স্কোর পেলে আপনি বেশিরভাগ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। তবে স্কোর যত বেশি হবে, তত ভালো। এছাড়া সাস্কাচুয়ান, ম্যানিটোবা ও কুইবেকসহ কিছু প্রোভিন্সিয়াল প্রোগ্রাম আছে, যেখানে আরো কম IELTS স্কোর দিয়েও সফল ভাবে অ্যাপ্লাই করা যেতে পারে।
মূল আবেদনকারীর পাশাপাশি তার Spouse অর্থাৎ স্ত্রী/ স্বামীকেও IELTS পরীক্ষা দেয়ার প্রয়োজন হতে পারে, তবে সেক্ষেত্রে সাধারনত Score requirement খুবই নগণ্য থাকে, 4-4.5, যা যেকেউ পরীক্ষায় অংশ নিলেই পেতে পারেন, কোনো বাড়তি প্রস্তুতিও বেশিরভাগ ক্ষেত্রে দরকার হয় না। অনেক ক্ষেত্রে মূল আবেদনকারী বেশ ভালো স্কোর করতে পারলে, Spouse কে IELTS না দিলেও চলে।
IELTS এ ভালো স্কোর করা কি খুব কঠিন?
মনে রাখবেন, IELTS পরীক্ষার উদ্দেশ্য কিন্তু আপনি কতটা মেধাবি বা পড়াশুনায় কেমন, তা যাচাই করা নয়।, অর্থাৎ এটি কোনো Academic Test নয়। বরং একটি উদ্দেশ্যেই এই পরীক্ষাটি নেয়া হয়, তা হল, আপনি ইংরেজিতে কেমন কথা বলতে, বুঝতে ও লিখতে পারেন। আমরা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে, যেসব পরীক্ষার্থী ইংরেজি ভাষায় মোটামুটি দক্ষ এবং ব্যাচেলর/ মাস্টার্সে মূলত ইংরেজি মাধ্যমেই পড়াশুনা করেছেন (বর্তমানে প্রায় সব পাবলিক/প্রাইভেট ইউনিভার্সিটিতেই ইংরেজি মাধ্যমেই পড়াশুনা হয়ে থাকে), এবং কর্মক্ষেত্রে নিয়মিত ইংরেজির চর্চার মধ্যে থাকেন, তারা সাধারনত কোনো রকম বাড়তি প্রস্তুতি ছাড়া IELTS পরীক্ষায় অংশ নিলেও 6.5-7 স্কোর পেয়ে থাকেন, যা কানাডার যেকোনো প্রোগ্রাম অ্যাপ্লাই করার জন্য যথেষ্ট।
এছাড়া আরো একটু ভালো ভাবে প্রস্তুতি নিলে IELTS এ সহজেই 7-8 স্কোর করা সম্ভব। আমরা নিয়মিতই দেখছি যে, অনেক বড় সংখ্যক পরীক্ষার্থী IELTS এ ইদানিং খুব ভালো স্কোর করছেন বেশ সহজেই।
আর কানাডা ইমিগ্রেশনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য ব্যাপার হল, আপনার IELTS স্কোর দারুন কিছু না হলেও, মোটামুটি স্কোর করলেই আপনি বেশিরভাগ PNP প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। বিশেষত গত ২ বছরে PNP ‘র মাধ্যমে সফল ভাবে ভিসা পাওয়ার হার অনেক বেশি!

No comments

Powered by Blogger.