Ad

Saskatchewan Immigrant Nominee Program(SINP), Episode Eligibility Test

সাসকাচুয়ান প্রভিন্সিয়ান নমিনেশন OID (Occupations In-Demand) তে আবেদন এর এলিজিবল হওয়ার জন্য ১০০ পয়েন্ট থেকে প্রয়োজনীও ৬০ পয়েন্ট কিবাবে পাবেন বা OID পয়েন্ট কেলকুলেস যা থেকে আপনি আনায়াসে আপনার পয়েন্ট দেখে নিতে পারেন  এবং পাবেন প্রয়োজনীয় বাকিসব তাথ্য যা দেখাতে আমাদের দেশের কন্সালটেসন ফার্ম গুলো ৩০০০০-৩৫০০০ টাকা নিয়ে থাকে।


বয়স:                                                                             
১৮ বছরের নিচে - ০
১৮-২১ বছর - ৮ পয়েন্ট
২২-৩৪ বছর - ১২ পয়েন্ট
৩৫-৪৫ বছর - ১০ পয়েন্ট
৪৬-৫০ বছর - ৮ পয়েন্ট
৫০ বছরের বেশি - ০ পয়েন্ট

শিক্ষাগত যোগ্যতা:
১. মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রী - ২৩ পয়েন্ট
২. বিশ্ববিদ্যালয় ডিগ্রী যেখানে অন্তত পক্ষে তিন বছর ফুলটাইম পড়শোনা করতে হয়েছে - ২০ পয়েন্ট
৩. সাসকাচুয়ান প্রদেশে জারনিপারসন হিসেবে কাজ করার যোগ্যতা সমমানের ট্রেড সার্টিফিকেট (সার্টিফিকেট অবশ্যই সাসকাচুয়ান শিক্ষানবীশএবংট্রেড সার্টিফিকেশন কমিশন দ্বারা অনুমোদিত হতে হবে) - ২০ পয়েন্ট
৪. ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট যেটার জন্য উচ্চমাধ্যমিকের পর দুই বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়েছে, বা সমমানের সার্টিফিকেট - ১৫ পয়েন্ট
৫. ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট যেটার জন্য উচ্চমাধ্যমিকের পর এক বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়েছে, বা সমমানের সার্টিফিকেট - ১২ পয়েন্ট


কাজের অভিজ্ঞতা:
(ক) আবেদন করার পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে সম্প্রতি কাজের অভিজ্ঞতা:
৫ বছর - ১০ পয়েন্ট
৪ বছর - ৮ পয়েন্ট
৩ বছর - ৬ পয়েন্ট
২ বছর - ৪ পয়েন্ট
১ বছর - ২ পয়েন্ট

(খ) আবেদন করার পূর্ববর্তী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কাজের অভিজ্ঞতা:
৫ বছর - ৫ পয়েন্ট
৪ বছর - ৪ পয়েন্ট
৩ বছর - ৩ পয়েন্ট
২ বছর - ২ পয়েন্ট
১ বছর - ০ পয়েন্ট

IELTS যোগ্যতা:
CLB ৮এবং ৮ এর বেশি হলে - ২০ পয়েন্ট
CLB ৭ - ১৮ পয়েন্ট
CLB ৬ - ১৬ পয়েন্ট
CLB ৫ - ১৪ পয়েন্ট
CLB ৪ (নূন্যতম যোগ্যতা) - ১২ পয়েন্ট

ফান্ড:
১. ন্যূনতম পরিমাণ ফান্ড অন্তত ৩ মাস SINP আবেদন জমা দেওয়ার পূর্বে জমা রাখা আবশ্যক এবং সমগ্র অভিবাসন প্রক্রিয়া চলাকালে এই তহবিল জমা রাখতে হবে।
২. ফান্ড অ্যাকাউন্ট শুধুমাত্র প্রিন্সিপাল অ্যাকাউন্ট (নিজের নামে) বা স্ত্রীর নামে হতে হবে অথবা দুজনের নামে জয়েন্ট অ্যাকাউন্ট।
৩. ন্যূনতম অ্যাকাউন্ট ভেলুর প্রয়োজনীয় কাগাজ ( সলবেন্স সারটিফিকেট এবং ব্যাংক স্টেটমেন্ট) পত্র জমা দিতে হবে। সব আর্থিক সম্পদের কাগজ দিতে হবে না।
অ্যাকাউন্ট ধরন এর যে কোনটাই হতে পারে চেকিং একাউন্ট, সেভিংস একাউন্ট, GICs, মিউচুয়াল ফান্ড, RRSPs (এমপ্লোয়ার প্রভিডেন্ট ফান্ড), TFSAs, টার্ম ডিপোসিড এবং টাইম ডিপোসিড.। একসাথে একাধিক অ্যাকাউন্ট হলেও কোন আসুবিদা নেই।
৪. পরিবারের সদস্য সংখ্যা আনুযায়ী প্রয়োজনীয় ফান্ডস (কানাডিয়ান ডলারে $):
               ১ জন   = $12,475
               ২ জন  =  $15,531
               ৩ জন  = $19,093
               ৪ জন  = $23,181
               ৫ জন  =  $26,292
               ৬ জন = $29,652
               ৭ জন  = $33,014

এছাড়াও যদি কানাডার সিটিজেন আপনার কোন ক্লোজ রিলেটি বা সাসকাচুয়ানে আপনার কোন ক্লোজ রিলেটিভে থেকে থাকে যেমন Applicant আথবা Spouse এর মা/বাবা, ভাই/বোন, দাদ।দাদী, নানা/নানী, মামা/মামী, খালা/খালু, চাচা/চাচী, Cousin আথাবা পালিত কেও তবে আপনি এখান থেকে পাবেন আরও ২০ পয়েন্ট।
সাসকাচুয়ানে যদি পূর্ববর্তী পাঁচ বছরের মধ্যে সম্প্রতি নূন্যতম ১ বছর কাজের অভিজ্ঞতা তবে পাবেন আরও ৫ পয়েন্ট
এবং যদি সাসকাচুয়ান থেকে নূন্যতম ১বছরের একাডেমিক কোন Degree থাকে তবে পাবেন আরও ৫ পয়েন্ট।
এবার এক এক করে আপনার পয়েন্ট কত হয় তা হিসাব করে ফেলেন।

আরও বিস্তারিত জানতে Click

No comments

Powered by Blogger.