Ad

Immigration to Quebec (Arrima) Episode Eligibility Check

আমরা সকলেই জানি কুইবেক তার শ্লথ প্রসেসিং এর দুর্নামে অভিযুক্ত আগে আসলে আগে পাবেন ইমিগ্রেশন প্রক্রিয়া থেকে বের হয়ে এসে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) ভিত্তিক ইমিগ্রেশন প্রক্রিয়া শুরু করেছে এবং পুরো বিষয়টি সম্পর্কে পর্যায়ক্রমে বিস্তারিত জানতে নিচের লিখায় মনোযোগ দিন।



কুইবেক ইমিগ্রেশন প্রত্যাশীদের জন্য দারুন সুখবর নিয়ে এলো আরিমা। কুইবেক স্কিলড ইমিগ্রেশনের আবেদনের জন্য যারা অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন, তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ঘটল। কুইবেক স্কিলড ইমিগ্রেশন তাদের প্রতিশ্রুত সময় অর্থাৎ সেপ্টেম্বরের মাঝামাঝিতেই বহু কাঙ্ক্ষিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (EOI) ভিত্তিক স্কিলড ইমিগ্রেশন আবেদন প্রক্রিয়া আরিমা শুরু করেছে। 

এই প্রোগ্রামে এক্সপ্রেস এন্ট্রির মতই সবাধিক পয়েন্টের ভিত্তিতে ইমিগ্রেশন সিলেকশন দেয়া হবে কুইবেক সিলেকশন সার্টিফিকেটের জন্য, এই সিলেকশন সার্টিফিকেট পাবার পর আবেদনকারী পার্মানেন্ট রেসিডেন্সির জন্য সিআইসির কাছে আবেদন করবেন।
কুইবেক স্কিলড ইমিগ্রেশন আবেদনের জন্য একজন আবেদনকারীকে এরিমা পোর্টালের মাধ্যমে আবেদন করতে হবে। যার লিংক এ যেতে এখানে ক্লিক করুন

সিলেকশনের জন্য বিবেচিত হবার হতে নুন্যতম পয়েন্ট একজন সিঙ্গেল আবেদনকরীর ক্ষেত্রে ৫০ পয়েন্ট এবং সপরিবারে আবেদনের ক্ষেত্রে ৫৯ পয়েন্ট পেতে হবে এবং বাচ্চা ও ফান্ডের পয়েন্ট ছাড়া ৪৩ এবং ৫২ পয়েন্ট হতে হবে।

এরিয়া অফ ট্রেনিং লিস্টঃ
আমরা সকলেই জানি কুইবেক ইমিগ্রেশনে বরারবই ভাগ্য নির্ধারণ করে থাকে তাদের নিজস্ব ট্রেনিং লিস্ট যা অনেকটা প্রচলিত বিভিন্ন পিএনপি প্রোগ্রামের ডিমান্ড লিস্টের মত এবং এই বছর থেকে প্রবর্তিত এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট সিস্টেমেও এই বিষয়টির ব্যাতিক্রম নয়। কুইবেক স্কিলড ইমিগ্রেশনের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ট্রেনিং লিস্ট ২০১৮ সম্প্রতি প্রকাশিত এবং কার্যকর করা হয়েছে।

এই লিস্টে মূল আবেদনকারীর জন্য পড়াশুনার বিষয় ভিত্তিক সর্বাধিক ১২ পয়েন্ট এবং স্পাউসের জন্য সর্বাধিক ৪(চার) পয়েন্ট রাখা হয়েছে। নিম্নে সম্পূর্ণ লিস্টটির অফিশিয়াল লিংক দেয়া হল, চলুন আমরা দেখি। ক্লিক লিঙ্ক

IELTSঃ কুইবেক ইমিগ্রেশনে ভাষাগত দক্ষতার উপর সর্বমোট ২২ পয়েন্ট দেয়া হয়েছে, আমাদের সকলের মনে রাখতে হবে যে কুইবেকের ভাষা ফ্রেঞ্চ, কুইবেকে বসবাসকারীদের ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা বৃদ্ধি বাধ্যতামুলক করা বিষয়ে কুইবেকের রাজনৈতিক পার্টিগুলো নির্বাচনের আগে আরও জোর দিচ্ছে।

তাই এই ২২ পয়েন্ট এর মধ্যে ১৬ পয়েন্ট ফ্রেঞ্চ ভাষার জন্য রাখা হয়েছে, বাকি ৬ পয়েন্ট IELTS এর জন্য রয়েছে, এই ৬ পয়েন্ট এর বণ্টন নিম্নরুপঃ
-----------------------
লিস্নিং এ CLB9 বা তার অধিক ২ পয়েন্ট, CLB-5-8 এর ক্ষেত্রে ১ পয়েন্ট পাবে
স্পিকিং এ CLB9 বা তার অধিক ২ পয়েন্ট, CLB5-5-8 এর ক্ষেত্রে ১ পয়েন্ট পাবে
রাইটিং এ CLB5 এর উপর পেলে ১ পয়েন্ট পাবেন
রিডিং এ CLB5 এর উপর পেলে ১ পয়েন্ট পাবেন
------------------------------------------------
IELTS এর জন্য সর্বমোট ৬ পয়েন্ট রয়েছে
-----------------------------------------------
কুইবেক ইমিগ্রেশনের ক্ষেত্রে IELTS জিটি এবং একাডেমিক উভয় প্রকার স্কোরই গ্রহন করা হয়ে থাকে। 

আপর দিকে ফ্রেঞ্চ ভাষার জন্য রাখা  ১৬ পয়েন্ট
ফ্রেঞ্চ লিস্নিং এ ০,৫,৬আথবা ৭
ফ্রেঞ্চ স্পিকিং ০,৫,৬আথবা ৭
ফ্রেঞ্চ রাইটিং ০ আথবা ১
ফ্রেঞ্চ রিডিং ০ আথবা ১

বয়স:   ১৮-৩৫ বছর বয়স হোল সর্বচ্ছ পয়েন্ট পাওয়ার সময় আর ৩৫ এর পর থেকেই পয়েন্ট কমা শুরু আর তা ৪৩ এ গিয়ে ০ হয়ে যায়। নিচের ছকে তার ডিটেলস দেখা যাক।

১৮ বছরের নিচে - ০
১৮-৩৫ বছর - ১৬ পয়েন্ট
৩৬ বছর - ১৪ পয়েন্ট
৩৭ বছর - ১২ পয়েন্ট
৩৮ বছর - ১০ পয়েন্ট
৩৯ বছর - ৮ পয়েন্ট
৪০ বছর - ০৬ পয়েন্ট
৪১ বছর - ০৪ পয়েন্ট
৪২ বছর - ২ পয়েন্ট
৪৩ অথবা বেশী -০০

শিক্ষাগত যোগ্যতা:
১। বিশ্ববিদ্যালয় ডক্টরেট ডিগ্রী - ১৪ পয়েন্ট
২। বিশ্ববিদ্যালয় মাস্টার্স ডিগ্রী অন্তত পক্ষে এক বছর অথবা তার বেশী - ১২ পয়েন্ট
৩। বিশ্ববিদ্যালয় ডিগ্রী যেখানে অন্তত পক্ষে তিন বছর ফুলটাইম পড়শোনা করতে হয়েছে - ১০ পয়েন্ট
৪।  ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট যেটার জন্য উচ্চমাধ্যমিকের পর দুই বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়েছে, বা সমমানের সার্টিফিকেট - ০৬ পয়েন্ট
৫। ডিগ্রী, ডিপ্লোমা বা সার্টিফিকেট যেটার জন্য উচ্চমাধ্যমিকের পর এক বছর ফুলটাইম পড়াশোনা করতে হয়েছে, বা সমমানের সার্টিফিকেট - ০৪ পয়েন্ট
৬। টেকনিক্যাল পোস্ট সেকান্ডারি ৩ বছর - ০৮ পয়েন্ট
৭। টেকনিক্যাল পোস্ট সেকান্ডারি ১ বছর আথবা ২ বছর - ০৬ পয়েন্ট
৮।  জেনারেল পোস্ট সেকান্ডারি ২ বছর - ০৪ পয়েন্ট
৯। ভোকেশনাল হাই স্কুল -০৬ পয়েন্ট
১০। জেনারেল হাই স্কুল -০২ পয়েন্ট

কাজের অভিজ্ঞতা:
(ক) আবেদন করার পূর্বে সম্প্রতি কাজের অভিজ্ঞতা:
৪৮ মাস বা তার বেশী - ০৮  পয়েন্ট
৩৬ মাস থেকে ৪৭ মাস  - ৬ পয়েন্ট
২৪ মাস থেকে ৩৫ মাস - ৬ পয়েন্ট
১২ মাস থেকে ২৩ মাস - ৪ পয়েন্ট
০৬ মাস থেকে ১১ মাস - ৪ পয়েন্ট

আর  কুইবেক যদি আপনি পরা লেখা করে থাকেন এবং আপনার যদি কোন আত্মীয় থাকে আপনি তা থেকে পেতে পারেন আরও ৮ পয়েন্ট
আপনি যদি  কুইবেক এডুকেশন বা ওয়ার্ক ভিসায় গত এক বছর আগে এসে থাকেন এবং এসে ডিগ্রী, মাস্টার্স বা ডক্টরেট ডিগ্রী নিয়ে থাকেন এথবা লাস্ট ৬ মাস ফুল টাইম ওয়ার্ক করে থাকেন তবে তার জন্য আপনি পাবেন -০৫ পয়েন্ট
তিন মাস বা তার বেশি থাকলে পাবেন -০২ পয়েন্ট
দুই সপ্তাহ না তিন মাস থাকলে পাবেন -০১ পয়েন্ট
এবং ভাই/বোন, ছেলে/মেয়ে, মা/বাবা, দাদা/দাদি, নানা/নানি, আঙ্কেল/আন্টি থাকলে পাবেন আরও  - ০৩ পয়েন্ট

ভ্যালিড জব অফার থাকলে পেতে পারেন আরও সর্বচ্ছ -১৪ পয়েন্ট
আর প্রয়োজনীয় ফান্ড দেখিয়ে নিতে পারেন আরও -০১ পয়েন্ট

এখন থেকে আপনার ৫০ পয়েন্ট  পেতে হবে এবং ফান্ডের পয়েন্ট ছাড়া ৪৩ পয়েন্ট হতে হবে।

আবার আসা যাক সপরিবারে আবেদনকারির আবশিস্ট পয়েন্ট এর হিসাবে

Wife এর যদি বিশ্ববিদ্যালয় ডিগ্রী, মাস্টার্স ডিগ্রী বা ডক্টরেট ডিগ্রী থেকে থাকে তবে আপনি পেতে পারেন সর্বচ্ছ ০৪ পয়েন্ট ।
স্পাউসের জন্য সর্বাধিক ৪  পয়েন্ট রাখা হয়েছে এরিয়া অফ ট্রেনিং লিস্ট এ
বয়স যদি ১৮-৩৫ বছর হয় তবে সর্বচ্ছ পয়েন্ট পাবেন -০৩ পয়েন্ট, ৩৬ বছর - ৩৯ বছর- ০২পয়েন্ট,  ৪০ বছর - ৪২ বছর- ০১পয়েন্ট এবং ৪৩ বা তার বেশি কিংবা ১৮ এর কম হলে -০০ পয়েন্ট পাবেন।
 Wife লিস্নিং এবং স্পিকিং থেকে পেতে পারেন ০,২ আথবা ৩ পয়েন্ট। এছাড়াও বাচ্চাদের থেকে পেতে পারেন সর্বাধিক ০৮ পয়েন্ট
বাচ্চার বয়স ১২ বা তার কম হলে প্রতি বাচ্চা থেকে পারেন ০৪ পয়েন্ট
 বাচ্চার বয়স ১৩ থেকে ২১ বছরের মধ্যে হলে প্রতি বাচ্চা থেকে পারেন ০১ পয়েন্ট

এখন সপরিবারে আবেদনের ক্ষেত্রে ৫২ পয়েন্ট হতে হবে যার মধ্যে বাচ্চা ও ফান্ডের পয়েন্ট ছাড়া ৪৩ হতে হবে । এখন পালা আপনার, আপনি কত পান তা মিলিয়ে দেখার। বুজতে আসুবিদা হলে বা কিংবা আপনার পয়েন্ট জানতে আপনার তথ্য শেয়ার করতে পারেন  Facebook এর মাধ্যমে। 








 

No comments

Powered by Blogger.