Ad

ECA From WES



আজকে লিখছি ইভালুয়েশন বডি WES থেকে কিভাবে ECA সম্পন্ন করবেন।

যত গুলো ইভালুয়েশন বডি আছে WES তার মধ্য সবচেয়ে দ্রুততম সময়ে  ECA এর রিপোর্ট দিয়ে থাকে। তবে তাদের এসেস্মেন্ট করার নিয়মগত কিছু জটিলতার কারনে প্রায় সকল দেশের আবেদনকারীরাই বেশ কিছু সমস্যার সম্মুখীন হয়ে থাকে তার মধ্য বাংলাদেশের আবেদনকারীরা আরও বেশী সমস্যার সম্মুখীন হয়। যেমনঃ

১। WES, বাংলাদেশের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রোগ্রামকে ব্যাচেলর সমমান দিয়ে থাকে যা ইমিগ্রেশনের জন্য আপনার পয়েন্ট কমিয়ে দেবে ।

.২। WES EMBA প্রোগ্রামকে এরা মাস্টার্স Count করে না এবং জিপিএ কম হলে ও অনার্স এবং মাস্টার্স কে অনার্স গ্রেজুয়েশন হিসাবে সার্টিফাইট করে।

 • WES, বিভিন্ন বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট কে “Certificate from Unrecognized University” বলে স্বীকৃতি দিয়ে থাকে যা আবেদনকারীকে এক্সপ্রেস এন্ট্রি প্রোগ্রামের জন্য ইনিলিজিবল করে দেবে।
অতএব পাবলিক ও স্বনামধন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সার্টিফিকেট ইভালুয়েশনের জন্য WES কে বেছে নেয়া যেতে পারে নির্দ্বিধায় । কিন্তু যাদের উপরোক্ত বিষয়গুলো নিয়ে সন্দেহ রয়েছে তারা University of Toronto (UOT) অথবা International Credential Assessment Service of Canada (ICAS) থেকে ECA করাতে পারেন । আমি বলছিনা যে  বাকিদের থেকে নেতিবাচক ফলাফল আসবেই না তবে WES এর তুলনায় এই আশঙ্কা অনেক কম।

এবার আসি মূল কথায়। WES থেকে ECA করার জন্য WES ওয়েব সাইট WES Canada গিয়ে আকাউন্ট ওপেন করতে Head Started প্রেস করেন। তার পর প্রেস Apply Now.

CANADA সিলেক্ট করুন। তার পর ইমিগ্রেশনের জন্য ECA Application For IRCC তে প্রেস করেন, Student Visa হলে প্রেস WES Standard Application.  এক এক করে তথ্য দেয়ে অ্যাকাউন্ট সম্পন্ন করুন।

এবার WES থেকে যে অ্যাড্রেস এ আপনি আপনার ECA সার্টিফিকেট পেতে চান তার তথ্য দিয়ে Next Press করেন। এবার Add Credential এ প্রেস করে এক এক করে অনার্স গ্রেজুয়েশন থেকে মাস্টার্স, ডক্টরেট  ডিগ্রীর সব তথ্য বসান ডিপ্লোমা থাকলে Vocational করে বসান তবে SSC and HSC লাগবেনা। শেষ হলে সেভ দিয়ে নেক্সট প্রেস করে। আপনার ভার্সিটি WES রিকগনাইসড নাহলে নিচের লেখাটি দেখাবে তখন আপনি WES থেকে ECA করতে পারবেন না তবে এখানেই আপনার ইমিগ্রেশনেরপরিসমাপ্তি ঘটবে না। তখন ICAS এবং IQAS অথবা অন্যান্য গুলোতে ট্রাই করুন।


WES does not evaluate academic record from --- university. Do not include this credential in your application. If included this will cause a delay in processing your evaluation report।

এখনীকাডেমিক তথ্যের কোন কিছু এডিট করার থাকলে করেন না হলে নেক্সট প্রেস করেন। ডকুমেন্ট রিসিভের এড্রেস ঠিক থাকলে নেক্সট প্রেস করেন। এখানে প্রচেসসিং ফি ২০০ ডলার দেখাবে তারপর আবার নেক্সট প্রেস করেন।

Delivery option এ সব রকম জটিলতা এরাতে Tracking সিলেক্ট করে নেক্সট প্রেস করেন। পরের পেজে WES অ্যাড্রেস পেবেন এবং সবার নিচে Applicant Acknowledgements এ সবগুলো অপশন সিলেক্ট করে নেক্সট প্রেস করেন। ৩৭.০৫ ডলার সেভ করতে Harmonized Sales Tax Eligibility এ নিচের অপশন I am not a resident of Canada for purposes of the Excise Tax Act and I am not registered under that Act. সিলেক্ট করে Continue চাপেন। এখানে আপনাকে পেমেন্ট সামারি দেখাবে এবং Select Payment Method এ ১। ওয়েস্টার্ন ইউনিওন ২। ক্রেডিট কার্ড ৩। ডেবিট কার্ড দেখেবে।দুর্ভাগ্যবশত বাংলাদেশ থেকে ওয়েস্টার্ন ইউনিওন এবং ডেবিট কার্ড এর মাধ্যমে টাকা পাঠানো যায় না তাই Credit Card সিলেক্ট করে SUBMIT এ প্রেস করেন। আবার SUBMIT প্রেস করার সাথে সাথে Payment Method চলে আসবে। এখন ডিতেলস দিয়ে Payment সাম্পন্ন করলে WES আপনাকে একটা রেফেরেন্স নাম্বার দিবে সাথে দেবে Academic record request form and Document Submission Checklist এর লিঙ্ক। রেফেরেন্স নাম্বার নিয়ে Academic record request form এর উপরের আংশ আপনি এবং নিচের আংশ আপনার ভার্সিটি ফিলাপ করে এই ফর্ম সহ সকল একাডেমিক সার্টিফিকেট এন্ড মার্কসিট এর সত্যায়িত ভেরিফাইট কপি চেক লিস্ট আনুযায়ী ইউনিভার্সিটি এর খাম এ যথাযথ কর্তৃপক্ষ এর সিল ও সাইনসমেত WES কে কুরিয়ার করতে হবে। ভেরিফাইট না করে পাঠালে WES আবার ভেরিফেকেসন মেইল পাঠাবে ইউনিভার্সিটিকে এতে আবার প্রচেসসিং টাইমটা একটু বেশি লেগে যাবে।

কুরিয়ার করা হয়ে গেলে কুরিয়ার এর ট্র্যাকিং নাম্বার দিয়ে দেখেতে পারেন
আপনার ডকুমেন্ট কোথায় আছে। ৪-৫টা ওয়ার্কিং Days এর মধ্যেই WES আপনার ডকুমেন্ট পেয়ে যাবে আর ডকুমেন্টি কে রিসিব করেছে তাও আপনি কুরিয়ার ট্র্যাকিং থেকে পেয়ে যাবেন তার সাইনসহ । আর WES এই ডকুমেন্টি রিসিবের তথ্য আপডেট করতে আরও ৩টা ওয়ার্কিং Days নিবে। WES ভেরিফাইড ডকুমেন্ট হাতে পেলেই তার মাস খানেকের মধ্যে আপনি ECA রিপোর্ট হাতে পেয়ে যাবেন।


কোন প্রশ্ন থাকলে আমাদের Facebook groupJoin করে করতে পারেন


আপনি ইমিগ্রেশন এর পথে একধার এগিয়ে গেছেন আপনার ইমিগ্রেশন এর বাকি যাত্রা পথ শুভহোক......।







1 comment:

  1. My wife and I live in Dubai for few years, my wife did her BBA and MBA in 2015 and I did my BSS and MSS in 2009, now my question is that, on be half of us anyone (my friend or representative) can do the ECA process part of CU? or candidate must need to present there?

    ReplyDelete

Powered by Blogger.